Syllabus & Course Curriculam
Course Type: MAJ-3
Semester: 3
Course Code: BBNGMAJ03T
Course Title: বাংলা সাহিত্যের ইতিহাস ( উনিশ শতক ও বিশ শতকের প্রথমার্ধ )
(L-P-Tu): 5-0-1
Credit: 6
Practical/Theory: Theory
Course Objective: বাংলা সাহিত্যের আধুনিক যুগ সম্পর্কে সম্যক ধারণা লাভ। উনিশ শতক ও বিশ শতকের প্রথমার্ধের সামাজিক,
Learning Outcome: এরফলে এইসময় কালের বাংলা সাহিত্য বুঝতে ও বিশ্লেষণ করতে সুবিধা হবে।
MAJOR- 3 , CREDIT- 6
COURSE TITLE : বাংলা সাহিত্যের ইতিহাস ( উনিশ শতক ও বিশ শতকের প্রথমার্ধ )
Course objectives and learning outcome:
বাংলা সাহিত্যের আধুনিক যুগ সম্পর্কে সম্যক ধারণা লাভ। উনিশ শতক ও বিশ শতকের প্রথমার্ধের সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও সাহিত্যিক আন্দোলনের প্রেক্ষিতে সাহিত্যের বিভিন্ন পর্যায়ের সাহিত্যিক ও সাহিত্য সম্পর্কে অবহিত হওয়া। এরফলে এইসময় কালের বাংলা সাহিত্য বুঝতে ও বিশ্লেষণ করতে সুবিধা হবে।
COURSE CONTENT:
১. উনিশ শতকের প্রথমার্ধ (Class hours- 07)
বাংলা গদ্যের বিকাশ- শ্রীরামপুর মিশন, ফোর্ট উইলিয়াম কলেজ, রামমোহন রায়।
সাময়িক পত্র – দিগদর্শন থেকে তত্ত্ববোধিনী।
ঈশ্বর গুপ্ত।
২. উনিশ শতকের দ্বিতীয়ার্ধ (Class hours- 25)
গদ্যভাষা ও সাহিত্য –বিদ্যাসাগর, অক্ষয়কুমার দত্ত, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
আখ্যান কাব্য ও মহাকাব্যের ধারা - রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়, মধুসূদন দত্ত, হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়, নবীনচন্দ্র সেন।
গীতিকাব্য- বিহারীলাল চক্রবর্তী, সুরেন্দ্রনাথ মজুমদার, অক্ষয়কুমার বড়াল, গোবিন্দচন্দ্র দাস, মানকুমারী বসু, কামিনী রায়, স্বর্ণকুমারী দেবী।
প্রহসন ও নাটক – বাংলা নাটকের উন্মেষ পর্ব, মধুসূদন দত্ত, দীনবন্ধু মিত্র, জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর, গিরিশচন্দ্র ঘোষ
উপন্যাস – উদ্ভব ও বিকাশ, প্যারীচাঁদ মিত্র, ভূদেব মুখোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রমেশচন্দ্র দত্ত।
সাময়িক পত্র – মাসিক পত্রিকা, বঙ্গদর্শন, ভারতী, হিতবাদী , সাহিত্য, সাধনা।
৩. রবীন্দ্র সাহিত্য (Class hours- 10)
কাব্য, ছোটগল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ ।
৪. বিশ শতকের প্রথমার্ধ (Class hours- 18)
রবীন্দ্রসমসাময়িক কবি – যতীন্দ্রমোহন বাগচী, কুমুদরঞ্জন মল্লিক, কালিদাস রায়, সত্যেন্দ্রনাথ দত্ত, যতীন্দ্রনাথ সেনগুপ্ত
মোহিতলাল মজুমদার, কাজী নজরুল ইসলাম।
রবীন্দ্রোত্তর আধুনিক কবি – বুদ্ধদেব বসু, প্রেমেন্দ্র মিত্র, জীবনানন্দ দাশ, সুধীন্দ্রনাথ দত্ত, অমিয় চক্রবর্তী, বিষ্ণু দে, সমর সেন।
কথা সাহিত্য – শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়।
নাটক – ক্ষীরোদপ্রসাদ বিদ্যাবিনোদ, দ্বিজেন্দ্রলাল রায়, মন্মথ রায়, বিজন ভট্টাচার্য।
সাময়িক পত্র – প্রবাসী, সবুজপত্র, ভারতবর্ষ, নারায়ণ, কল্লোল, শনিবারের চিঠি, প্রগতি, কালি-কলম, বিচিত্রা, পরিচয়, দেশ, কবিতা
Reference Books/ সহায়ক গ্রন্থ
১. বাঙ্গালা সাহিত্যের ইতিহাস – সুকুমার সেন
২. বাংলা সাহিত্যের সম্পূর্ণ ইতিবৃত্ত – অসিতকুমার বন্দ্যোপাধ্যায়
৩. বাংলা সাহিত্যের সমগ্র ইতিহাস- ক্ষেত্র গুপ্ত
৪. বাংলা সাহিত্যের ইতিকথা – ভূদেব চৌধূরী
৫. বাংলা সাহিত্যের রূপরেখা – গোপাল হালদার
৬. দুই শতকের বাংলা সংবাদ সাময়িক পত্র- স্বপন বসু, মুনতাসীর মামুন
৭. বাংলা সাহিত্যের ইতিবৃত্ত, আধুনিক যুগ – মুহম্মদ আবদুল হাই, সৈয়দ আলী আহসান
৮. বিশ শতক- অলোক রায়
৯. উনিশ শতকের বাঙালি জীবন ও সংস্কৃতি- সম্পা. স্বপন বসু ও ইন্দ্রজিৎ চৌধুরী
Basic Features
Undergraduate degree programmes of either 3 or 4-year duration, with multiple entry and exit points and re-entry options, with appropriate certifications such as:
Note: The eligibility condition of doing the UG degree (Honours with Research) is- minimum75% marks to be obtained in the first six semesters.
Powered By CityHub web solution