Syllabus & Course Curriculam
Course Type: MAJ-2
Semester: 2
Course Code: BBNGMAJ02T
Course Title: মধ্যযুগের সাহিত্য
(L-P-Tu): 5-0-1
Credit: 6
Practical/Theory: Theory
Course Objective: মধ্যযুগের বাংলা সাহিত্যের আখ্যানকাব্য, পদাবলি সাহিত্য ও মঙ্গলকাব্য পাঠের মধ্য দিয়ে বাঙালির সা
Learning Outcome: মধ্যযুগের বাংলা সাহিত্যের আখ্যানকাব্য, পদাবলি সাহিত্য ও মঙ্গলকাব্য পাঠের মধ্য দিয়ে বাঙালির সা
MAJOR- 2 , CREDIT- 6
COURSE TITLE : মধ্যযুগের সাহিত্য
Course objectives and learning outcome:
মধ্যযুগের বাংলা সাহিত্যের আখ্যানকাব্য, পদাবলি সাহিত্য ও মঙ্গলকাব্য পাঠের মধ্য দিয়ে বাঙালির সামাজিক-সাংস্কৃতিক ঐতিহ্য সম্পর্কে অবহিত হওয়া।
COURSE CONTENT:
১. শ্রীকৃষ্ণকীর্তন কাব্য ( বংশী খণ্ড ও রাধাবিরহ ) (Class hours- 14)
২. বৈষ্ণব পদাবলি : (নির্বাচিত পদ- ৮টি) (Class hours- 16)
ক. আজু হাম কি পেখলুঁ নবদ্বীপ চন্দ।খ. নীরদ নয়নে নীর ঘন সিঞ্চনে। গ. আমার শপতি লাগে না ধাইও ধেনুর আগে।ঘ. ঘরের বাহিরে দণ্ডে শতবার।ঙ. মন্দির বাহির কঠিন কপাট। চ. কন্টক গাড়ি কমলসম পদতল। ছ. সুখের লাগিয়া এঘর বাঁধিনু। জ. এ সখি হামারি দুখের নাহি ওর।
ঝ. তাতল সৈকত বারি বিন্দু সম ।
৩. চণ্ডীমঙ্গল (আখেটিক খণ্ড): মুকুন্দ চক্রবর্তী (Class hours- 18)
৪. শাক্ত পদাবলি : (নির্বাচিত পদ- ৭ টি) (Class hours- 12)
ক. আমার উমা সামান্য মেয়ে নয়। খ. গিরি, এবার আমার উমা এলে, আর উমা পাঠাব না। গ. আমি কি হেরিলাম নিশি-স্বপনে। ঘ.ওরে নবমী-নিশি, না হইও রে অবসান। ঙ. যেয়ো না রজনী আজি লয়ে তারাদলে। চ. মা আমায় ঘুরাবে কত। ছ. মন রে কৃষি কাজ জান না।
Reference Books/ সহায়ক গ্রন্থ
১. শ্রীকৃষ্ণকীর্তন- তারাপদ মুখোপাধ্যায়
২. শ্রীকৃষ্ণকীর্তন- সম্পা. অমিত্রসূদন ভট্টাচার্য
৩. শ্রীকৃষ্ণকীর্তন - সম্পা. অচিন্ত্য বিশ্বাস
৪. পদাবলী সাহিত্য- শ্রীকালিদাস রায়
৫. বৈষ্ণব সাহিত্য- ত্রিপুরাশঙ্কর সেনশাস্ত্রী
৬. মধ্যযুগের কবি ও কাব্য- শংকরীপ্রসাদ বসু
৭. বৈষ্ণব পদাবলী পরিচয় – নীলরতন সেন
৮. বাংলা মঙ্গলকাব্যের ইতিহাস – আশুতোষ ভট্টাচার্য
৯. চণ্ডীমঙ্গল - সম্পা. সুকুমার সেন
১০. কবিকঙ্কন মুকুন্দ বিরচিত চণ্ডীমঙ্গল- রবিরঞ্জন চট্টোপাধ্যায়, পরিমার্জন- তপতী মুখোপাধ্যায়
১১. কবিকঙ্কন মুকুন্দের অভয়ামঙ্গল - সম্পা. দেবনাথ বন্দ্যোপাধ্যায়
১২. শাক্ত পদাবলী – সম্পা. অমরেন্দ্রনাথ রায়
১৩. শাক্ত পদাবলী ও শক্তিসাধনা – জাহ্নবীকুমার চক্রবর্তী
১৪. ভারতের শক্তিসাধনা ও শাক্তসাহিত্য – ড. শশীভূষণ দাশগুপ্ত
Basic Features
Undergraduate degree programmes of either 3 or 4-year duration, with multiple entry and exit points and re-entry options, with appropriate certifications such as:
Note: The eligibility condition of doing the UG degree (Honours with Research) is- minimum75% marks to be obtained in the first six semesters.
Powered By CityHub web solution