Syllabus & Course Curriculam
Course Type: MAJ-18
Semester: 8
Course Code: BBNGMAJ18T
Course Title: ভারতীয় সাহিত্য
(L-P-Tu): 5-0-1
Credit: 6
Practical/Theory: Theory
Course Objective: ভারতের বিভিন্ন ভাষার সাহিত্য ও সাহিত্যিকদের সঙ্গে পরিচিত হওয়ার মধ্যদিয়ে ভারতীয় সাহিত্য- সংস্কৃতির সঙ্গে একাত্ম হওয়া। জাতীয় ঐক্য ও সম্প্রীতি বোধ গড়ে তোলা। তুলনামূলক সাহিত্যপাঠ ও আলোচনায় আগ্রহী করে তোলা।
Learning Outcome: ভারতের বিভিন্ন ভাষার সাহিত্য ও সাহিত্যিকদের সঙ্গে পরিচিত হওয়ার মধ্যদিয়ে ভারতীয় সাহিত্য- সংস্কৃতির সঙ্গে একাত্ম হওয়া। জাতীয় ঐক্য ও সম্প্রীতি বোধ গড়ে তোলা। তুলনামূলক সাহিত্যপাঠ ও আলোচনায় আগ্রহী করে তোলা।
MAJOR-18 , (FOR HONS. ONLY)**, CREDIT- 6
COURSE TITLE : ভারতীয় সাহিত্য
Course objectives and learning outcome:
ভারতের বিভিন্ন ভাষার সাহিত্য ও সাহিত্যিকদের সঙ্গে পরিচিত হওয়ার মধ্যদিয়ে ভারতীয় সাহিত্য- সংস্কৃতির সঙ্গে একাত্ম হওয়া। জাতীয় ঐক্য ও সম্প্রীতি বোধ গড়ে তোলা। তুলনামূলক সাহিত্যপাঠ ও আলোচনায় আগ্রহী করে তোলা।
COURSE CONTENT:
১. নির্বাচিত গল্প ( ৭টি ) (Class hours-15)
ক. প্রেমচন্দ – কফন (হিন্দি)
খ. ইন্দিরা গোস্বামী – উদোম বাক্স (অসমিয়া)
গ. উড়ুপি রাজগোপালাচার অনন্তমূর্তি – একটি অপ্রত্যাশিত সাক্ষাৎকার (কন্নড়)
ঘ. অমৃতা প্রীতম – দুই নারী (পঞ্জাবি)
ঙ. অনিতা দেশাই - বিক্রি (ভারতীয় ইংরেজি)
চ. কালিন্দীচরণ পাণিগ্রাহী – বিজয় উৎসব (ওড়িয়া )
ছ. সআদত হোসেন মন্টো – টোবাটেক সিং
পাঠ্যগ্রন্থ - ভারতজোড়া গল্প কথা, সংকলন ও সম্পাদনা- রামকুমার মুখোপাধ্যায়
২. নির্বাচিত কবিতা (৭টি) : (Class hours-15)
ক. নবকান্ত বরুয়া - হে অরণ্য, হে মহামানব (অসমিয়া)
খ. বলরাজ কোমল – হলদে শিশু (উর্দু)
গ. রমাকান্ত রথ – ধানক্ষেত ( ওড়িয়া )
ঘ. মনপ্রসাদ সুব্বা – ধরিত্রী ( নেপালি )
ঙ. পরিমল হেমব্রম – এই ছেলেটা ( সাঁওতালি )
চ. নামদেও ধসাল – কালো জাদু ( মরাঠি )
ছ. কুঁওর নারায়ণ – যখন মানুষ মানুষ থাকে না (হিন্দি)
পাঠ্যগ্রন্থ - ভারতজোড়া কাব্য গাথা, সংকলন ও সম্পাদনা- রামকুমার মুখোপাধ্যায়
৩. নাটক : (Class hours-15)
চুপ আদালত চলছে – বিজয় তেন্ডুলকার
(অনুবাদ- শুক্লা সেন)
৪. উপন্যাস : (Class hours-15)
চিংড়ি – তাকাসি শিবশঙ্কর পিল্লাই
(অনুবাদ- বোমান্না বিশ্বনাথম্ ও নিলীনা আব্রাহাম)
Reference Books/ সহায়ক গ্রন্থ :
১. হিন্দী সাহিত্যের ইতিহাস- রামবহাল তেওয়ারী
২. ভারতীয় সাহিত্যের তুলনামূলক ইতিহাস – বিপ্লব চক্রবর্তী
৩. আধুনিক ভারতীয় নাটক- দিলীপকুমার মিত্র
Basic Features
Undergraduate degree programmes of either 3 or 4-year duration, with multiple entry and exit points and re-entry options, with appropriate certifications such as:
Note: The eligibility condition of doing the UG degree (Honours with Research) is- minimum75% marks to be obtained in the first six semesters.
Powered By CityHub web solution