Syllabus & Course Curriculam
Course Type: MAJ-13
Semester: 7
Course Code: BBNGMAJ13T
Course Title: গবেষণা - প্রকরণ ও পদ্ধতি
(L-P-Tu): 5-0-1
Credit: 6
Practical/Theory: Theory
Course Objective: গবেষণার উদ্দেশ্য, প্রকরণ ও পদ্ধতি সম্পর্কে সম্যক ধারণা লাভ এবং পদ্ধতি মেনে গবেষণা করতে পারা।
Learning Outcome: গবেষণার উদ্দেশ্য, প্রকরণ ও পদ্ধতি সম্পর্কে সম্যক ধারণা লাভ এবং পদ্ধতি মেনে গবেষণা করতে পারা।
MAJOR-13 , CREDIT- 6
COURSE TITLE : গবেষণা - প্রকরণ ও পদ্ধতি
Course objectives and learning outcome:
গবেষণার উদ্দেশ্য, প্রকরণ ও পদ্ধতি সম্পর্কে সম্যক ধারণা লাভ এবং পদ্ধতি মেনে গবেষণা করতে পারা।
COURSE CONTENT:
১. গবেষণার লক্ষ ও পরিচিতি। ( উদ্দেশ্য, গুরুত্ব, প্রকারভেদ- মৌলিক গবেষণা, ব্যবহারিক গবেষণা, তথ্যনির্ভর গবেষণা,
সামাজিক গবেষণা, ঐতিহাসিক গবেষণা, বর্ণনামূলক গবেষণা ও ক্ষেত্র সমীক্ষা) (Class hours-20)
২. গবেষণার প্রস্তাবপত্র- (পূর্ববর্তী গবেষণার পর্যালোচনা, শিরোনাম ও অধ্যায় বিভাজন, উদ্ধৃতি প্রদানের পদ্ধতি,
তথ্যসূত্র নির্দেশ ) (Class hours-20)
৩. গ্রন্থপঞ্জি নির্মাণ। (MLA, APA, CHIKAGO পদ্ধতি) (Class hours-10)
৪. একটি আদর্শ গবেষণাপত্রের খসড়া রচনা। (Class hours-10)
Reference Books/ সহায়ক গ্রন্থ:
১. গবেষণার তত্ত্ব তালাশ – সম্পা. শ্রাবণী পাল, বেলা দাস
২. গবেষণা তথ্য ও প্রয়োগ – তারকনাথ ভট্টাচার্য
৩. গবেষণাপত্র অনুসন্ধান ও রচনা – জগমোহন মুখোপাধ্যায়
৪. বাংলা পুথির কথা – অচিন্ত্য বিশ্বাস
৫. Research Methods – Ram Ahuja, Rawat pub. , Delhi,2001
৬. Research Methodology: Methods and Techniques – C. R. Kothari, New Age, Delhi,2004
Basic Features
Undergraduate degree programmes of either 3 or 4-year duration, with multiple entry and exit points and re-entry options, with appropriate certifications such as:
Note: The eligibility condition of doing the UG degree (Honours with Research) is- minimum75% marks to be obtained in the first six semesters.
Powered By CityHub web solution